• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের সীমানায় মার্কিন বিমানের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৮:৪৬
মার্কিন বিমান
মার্কিন বিমান (ছবি : সংগৃহীত)

যুক্তরাষ্ট্রের একটি বিমান কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করেছিল। অবশ্য সে প্রচেষ্টা সফল হয়নি। পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সতর্কবার্তার কারণে ফিরে যেতে বাধ্য হয়েছে মার্কিন বিমানটি। খবর ‘ডন’।

এ বিষয়ে পাকিস্তান আন্তঃবাহিনী গোয়েন্দা বিভাগের (আইএসআই) পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) মাস্কট থেকে যুক্তরাষ্ট্রের একটি বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। তবে করাচির আকাশসীমায় আসার আগেই বিমানটিকে টার্গেট করে পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ফলে ফিরে যেতে হয় মার্কিন বিমানটিকে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের এয়ার ট্রাফিক কন্ট্রোলার মার্কিন ওই বিমানের পাইলটের কাছে অনুমতি ও কোড নম্বর আছে কি না জানতে চান। কিন্তু পাইলট সেটা দেখাতে অস্বীকৃতি জানান। তাই বিমানটিকে ফেরত পাঠানো হয়।

অবশ্য ওই বিমানটি কেন পাকিস্তানের সীমানায় অনুপ্রবেশ করতে চেয়েছে এ বিষয়ে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত কিছুই জানায়নি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড