• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েলে রকেট হামলা চালাল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০১৯, ১৫:৫৫
ইসরায়েল-ইরান
ছবি : প্রতীকী

বেশ কয়েকদিন ধরেই ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। এবার এই উত্তেজনা ছড়িয়ে গেছে ইরান ও সিরিয়ার মধ্যে। তারই অংশ হিসেবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ইরান।

ইসরায়েল বলছে, মঙ্গলবার রাতে সিরিয়া থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় ইরান। অবশ্য এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। এমনকি হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না সেটিও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

তেল আবিবে ইরানের রকেট হামলা সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, সিরিয়ায় থাকা ইরানিবাহিনী গত রাতে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। যদিও টুইটে ক্ষয়-ক্ষতি বা হতাহতের বিষয় সম্পর্কে কিছু বলা হয়নি।

এদিকে ইসরায়েলে হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান। তবে সিরিয়া বলছে, তাদের লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড