• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দিল পাকিস্তান (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০১৯, ১৭:৩৬
পাকিস্তান
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, ছবি : সংগৃহীত

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর দুই দিন যেতে না যেতেই এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান। সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি জানান পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পরিচালক আসিফ গফুর।

ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবেই পাকিস্তানও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্রের নাম ‘শাহীন-১’। সোমবার এর পরীক্ষা চালানোর কথা জানায় পাকিস্তানের সামরিক বাহিনী।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পরিচালক আসিফ গফুর এক টুইট বার্তায় জানান, ক্ষেপণাস্ত্রটি ৬৫০ কিলোমিটারের মধ্যে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি যেকোনো বিস্ফোরক বহন করতে পারে।

তিনি আরও জানান, পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান পরিচালনার জন্য কতটা তৈরি তা দেখতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে, যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান।

এর আগে, শনিবার রাতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারত। ওই ক্ষেপণাস্ত্রের নাম ‘অগ্নি-২’। প্রায় ২০ মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটি মোট ১ হাজার কেজি পে-লোড বহনে সক্ষম, যা একটানা প্রায় ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে। এ কারণে বিশ্লেষকরা ধারণা করছেন, ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর তার জবাব দিতেই দুই দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তানও।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড