• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০১৯, ২০:৪৮
ভারত
এয়ার ইন্ডিয়ার একটি বিমান (ছবি : টাইমস অব ইন্ডিয়া)

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এয়ার ইন্ডিয়া প্রায় ৫৮ হাজার কোটি রুপি ঋণের বোঝায় জর্জরিত। আর এ কারণেই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়া হচ্ছে।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বক্তব্যের ওপর ভিত্তি করে রবিবার (১৭ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

এয়ার ইন্ডিয়া বিক্রি করে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই ঋণের দায়ে জর্জরিত।

প্রতিষ্ঠানটির পেছনে সরকারের অনেক অর্থ লোকসান হচ্ছে। তাই এই প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরপর তিনি যোগ করেন, ইতোমধ্যে এয়ার ইন্ডিয়া বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, সব কাজ চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে। আগামী বছরের মার্চ থেকেই এয়ার ইন্ডিয়া পরিচালিত হবে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে।

প্রসঙ্গত, গত বছর রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থাটির ৭৬ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল ভারত সরকার। তবে তাতে বিনিয়োগকারীদের তেমন সাড়া মেলেনি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড