• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক আদালত

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ২০:৫৩
মিয়ানমার
মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা, ছবি : দ্য গার্ডিয়ান

সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বিভিন্ন অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার তদন্তের এই অনুমোদন দেয় আদালতটির বিচারকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে অপরাধ করেছে তা তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার আদালতটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের অত্যাচারের অনেক অভিযোগ আছে। দেশটি বৈশ্বিক এই আদালতের সদস্য নয়। তবে বাংলাদেশ এই আদালতের সদস্য হওয়ায় এবং রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশ জড়িত থাকায় তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো হয়েছে। এগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। এ কারণে বাংলাদেশ বা মিয়ানমারে এ বিষয়ে তদন্তের অনুমতি দেওয়া হলো।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিকবাহিনী। এ সময় প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড