• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের আবর্জনা ভাসতে ভাসতে যুক্তরাষ্ট্রে পৌঁছায় : ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০১৯, ১৫:৫৪
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : টাইমস অব ইন্ডিয়া)

তীব্র বায়ু দূষণের কারণে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের আবর্জনা ভেসে ভেসে শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলসে গিয়ে পৌঁছায়। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এই মন্তব্য করেন ট্রাম্প। খবর ‘টাইমস অব ইন্ডিয়া

বুধবার ইকোনমিক ক্লাব অব নিউইয়র্কে বক্তৃতা দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় রসিকতা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটা উন্নয়নশীল দেশ।

এরপর তিনি যোগ করেন, অনেকেই চীন, ভারত ও রাশিয়াসহ অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের তুলনা করেন। অথচ এসব দেশের আবর্জনা দুর্ভোগে ফেলছে মার্কিনিদের। নিজেদের আবর্জনা পরিষ্কার করতে এসব দেশ কোনো পদক্ষেপেই হাতে নিচ্ছে না। তারা সাগরে যেসব আবর্জনা ফেলছে, তা তো ভাসতে ভাসতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এসেই পৌঁছায়।

ট্রাম্প মূলত তথাকথিত গ্রেফ প্যাসিফিক গার্বেজ প্যাচ, যা প্যাসিফিক ট্র্যাশ ভর্টেক্স নামেও পরিচিত সেটিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড