• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোরালেসের পদত্যাগে ভেনেজুয়েলা-নিকারাগুয়াকে সতর্কবার্তা দিলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০১৯, ১২:৪৫
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবিসূত্র : দ্য পলিটিকো)

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় গতমাসে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনের পর দেশব্যাপী শুরু হওয়া বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট ইভো মোরালেস। যদিও তার এই পদত্যাগকে এরই মধ্যে ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ‘দ্য ওয়াশিংটন টাইমসের’।

সোমবার (১১ নভেম্বর) এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘মোরালেসের এই পদত্যাগ ভেনেজুয়েলা ও নিকারাগুয়ার ‘অবৈধ’ শাসকদের জন্য এক সতর্কবার্তা। সেখানেও জনগণ এবং গণতন্ত্র অবশ্যই সুবিধা পাবে।’

ট্রাম্পের ভাষায়, ‘ইভো মোরালেসের এই পদত্যাগ গণতন্ত্রের জন্য এক অসাধারণ মুহূর্ত।’

টুইট বাতায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘দীর্ঘ ১৪ বছর যাবত বলিভিয়ার সংবিধান ও জনগণকে উপেক্ষার পর অবশেষে মোরালেসের প্রস্থান হয়েছে। যার মাধ্যমে গণতন্ত্র সুরক্ষা পেল। বলিভিয়ার জনগণ এতদিনে তাদের কণ্ঠস্বর শুনতে পারছেন।’

এ দিকে প্রেসিডেন্টের পদ ছাড়ার পরপরই প্রতিবেশী মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় লাভের আশায় এরই মধ্যে দেশ ছেড়েছেন ইভো মোরালেস। মেক্সিকান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ এক টুইট বার্তায় বলেছেন, ‘নিরাপদে আসার জন্য মোরালেস সোমবার রাতে আমাদের সরকারি বিমানে উঠেছেন। আশা করছি তিনি সম্পূর্ণ নিরাপদেই মেক্সিকোর মাটিতে নামতে পারবেন।’

অপর দিকে বিশ্লেষকদের মতে, বর্তমানে বামপন্থিদের দুর্গে রূপ নিয়েছে মেক্সিকো। কেননা দেশটির সরকার এরই মধ্যে কূটনৈতিকভাবে লাতিন আমেরিকার অন্যান্য দেশের বামপন্থি নেতাদের পাশে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, গত ২০ অক্টোবর বলিভিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে সুস্পষ্ট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। যে কারণে রবিবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেই নির্বাচনের ফলাফল বাতিলের জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানায়।

যদিও বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষকে সম্পূর্ণ ঢেলে সাজানোর পরই মোরালেস পর্যবেক্ষকদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হন। এ সময় তিনি দেশে নতুন নির্বাচন আয়োজন এবং নিজের পদত্যাগের বিষয়ে ঘোষণা দেন।

আরও পড়ুন :- মেক্সিকোতে আশ্রয়ের আশায় দেশ ছাড়লেন মোরালেস

রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মোরালেস বলেছিলেন, ‘আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।’ এ সময় বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা হামলা ও ভাঙচুর বন্ধ রাখুন। আমি দেশে পুনরায় নির্বাচন আয়োজন করব।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড