• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে বিক্ষোভ : নিহতের সংখ্যা বেড়ে ৩২০

  আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০১৯, ২০:৩৬
ইরাক
ইরাকে বিক্ষোভ, ছবি : সংগৃহীত

ইরাকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩২০ জন আন্দোলনকারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও প্রায় ১ হাজার ৫০০ বিক্ষোভকারী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইরাকি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, অক্টোবরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩২০ জন নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে শনিবার বাগদাদে ৪ জন নিহত হয়।

ইরাকের নিরাপত্তাবাহিনীর সঙ্গে প্রায়ই সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের। এ কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে। শনিবার শত শত আন্দোলনকারীকে পিছু হটতে বাধ্য করে নিরাপত্তাবাহিনী। এ সময় বিক্ষোভরতদের বেশ কয়েকটি তাঁবু পুড়িয়ে ফেলে তারা।

প্রসঙ্গত, ইরাকে প্রায় এক মাস ধরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দেশটিতে মূলত বেকারত্ব বৃদ্ধি, নিম্নমানের জনসেবা এবং দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভের শুরু হয়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা সেখানে হস্তক্ষেপ করলে জনগণের এই বিক্ষোভ ক্রমশ সহিংস রূপ ধারণ করে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড