• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৬ নভেম্বর জমি গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে মুসলিম প্রতিনিধিরা

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ২২:২৭
ভারত
বাবরি মসজিদের সামনে পুলিশের টহল (ছবি : এনডিটিভি)

ভারতের সর্বোচ্চ আদালত শনিবার (৯ নভেম্বর) ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে বাবরি মসজিদের বিরোধপূর্ণ জমি রামজন্মভূমি ট্রাস্টকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সেক্ষেত্রে নতুন মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে সেই জমি গ্রহণ করা হবে কি না, সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুন্নি ওয়াক্‌ফ বোর্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ২৬ নভেম্বর আলোচনায় বসবেন তারা।

সুন্নি ওয়াক্‌ফ বোর্ডের সভাপতি জাফর ফারুকীর বক্তব্যের বরাত দিয়ে রবিবার (১০ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’।

এ বিষয়ে জাফর ফারুকী জানান, ‘সুন্নি ওয়াক্‌ফ বোর্ডের সদস্যরা আগামী ২৬ নভেম্বর বৈঠকে বসবেন। বৈঠকে পাঁচ একর জমি নেওয়া হবে কি না, সে ব্যাপারে আলোচনা হবে।

এই বৈঠকেই জমি গ্রহণের ব্যাপারে সদস্যরা চূড়ান্ত একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় ফারুকী আরও বলেন, বৈঠকটি ১৩ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় সেটা স্থগিত করা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড