• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাশ্মীরে ভারী তুষারপাতে মৃত ৪

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৪:০২
জম্মু-কাশ্মীর
কাশ্মীরে ভারী তুষারপাত, ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে (জম্মু-কাশ্মীর) ভারী তুষারপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ভারতীয় সেনাবাহিনীর জন্য পণ্য আনা-নেওয়ার কাজ করতেন। বৃহস্পতিবার তুষারপাতে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কাশ্মীরে ভারী তুষারপাতের কারণে ৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর মালামাল আনা-নেওয়ার কাজে নিয়োজিত দুই কর্মী- মনজুর আহমেদ এবং ইশাক খান কুপওয়ারা জেলার ফরওয়ার্ড পোস্ট থেকে ফিরছিলেন। তখনই তুষার ধসের মুখে পড়েন তারা।

অন্য আরেক ঘটনায় পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মীর মৃত্যু হয়। ভারী তুষারপাতের কারণে ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ ফের চালু করার চেষ্টা করছিলেন ওই কর্মী। তখনই তার মৃত্যু হয়।

এ ছাড়া শ্রীনগরের হাবাক অঞ্চলে গাছ চাপা পড়ে এক ফুটপাত বাসিন্দারও মৃত্যু হয়েছে। জানা গেছে, বরফের ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে গাছটি। ওই গাছের নিচেই বসবাস করতেন মারা যাওয়া ব্যক্তি।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড