• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাবেক টুইটার কর্মীর বিরুদ্ধে সৌদির হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগ  

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৮
সৌদি আরব
(ছবি : প্রতীকী)

সামাজিক যোগাযোগ মাধ্যম টু্ইটারের সাবেক দুই কর্মীর বিরুদ্ধে সৌদি আরবের হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবের এজেন্টরা ওই দুই কর্মীর মাধ্যমে মার্কিন টুইটার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেছিলেন। খবর ‘রয়টার্স’।

আদালতের নথিতে দেখা যায়, অভিযুক্ত ওই দুই ব্যক্তির নাম আহমান আবুয়াম্মো ও আলি আলজাবারাহ। এদের মধ্যে আবুয়াম্মো মার্কিন ও আলজাবারাহ সৌদি নাগরিক।

বুধবার (৬ নভেম্বর) সিয়াটলের একটি আদালতে হাজির করা হয় আবুয়াম্মোকে। তার বিরুদ্ধে এফবিআইকে মিথ্যা স্বাক্ষ্য দেওয়ার অভিযোগও রয়েছে। তিনি ২০১৫ সালে টুইটারের চাকরি ছাড়েন।

অন্যদিকে আলি আলজাবারাহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। আলজাবারাহ টুইটারে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে ৬ হাজারেরও বেশি টু্ইটার অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড