• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোঁড়ার নির্দেশ ইরাকের সেনাবাহিনীর

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১১:৩১
ইরাক
ইরাকে পুলিশের গুলিতে ইতোমধ্যেই অনেক বিক্ষোভকারী নিহত হয়েছে (ফাইল ছবি)

মধ্যপ্রাচ্যের দেশ ইরাক এখন সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল। এই আন্দোলনে পুলিশের গুলিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অনেক বিক্ষোভকারী। এমন অবস্থায় বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোঁড়ার নির্দেশ দিয়েছে ইরাকের সেনাবাহিনী।

ইরাকের সেনাবাহিনীর একজন মুখপাত্রের বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে ‘টিআরটি ওয়ার্ল্ড’।

এ বিষয়ে ইরাকের সেনাবাহিনীর ওই মুখপাত্র বলেন, ‘পরিস্থিতি এমনিতেই খুবই ভয়াবহ। আমরা চাই না পুলিশের গুলিতে কোনো আন্দোলনকারী নিহত হোক। ইতোমধ্যেই বিক্ষোভকারীদের ওপর গুলি না ছোঁড়ার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল আবদুল করিম খালাফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নিষেধ করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা কোনো সহিংসতা চাই না।’

ইরাকের তাহরির স্কোয়ারে গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে। মূলত দেশটির প্রশাসনের ব্যাপক দুর্নীতি, বেকারত্ব, জীবন-যাপনের ব্যয়বৃদ্ধিসহ নীতি নির্ধারণের ক্ষেত্রে অন্য দেশের সরকারের ওপর নির্ভরশীলতার প্রতিবাদে গত অক্টোবর থেকে ইরাকের রাস্তায় নামেন হাজারো বিক্ষোভকারী।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড