• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্যারিস জলবায়ু চুক্তি থেকে অবশেষে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৭
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবিসূত্র : রয়টার্স)

প্যারিস জলবায়ু চুক্তি থেকে এবার নিজেদের নাম প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প প্রশাসন জাতিসংঘ বরাবর চিঠি দিয়ে নিজেদের এই মনোভাবের কথা জানিয়ে দিয়েছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি নিউজের’ প্রতিবেদনে জানানো হয়, এর মাধ্যমে ২০১৫ সালে স্বাক্ষরিত সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যেতে দীর্ঘ এক বছর মেয়াদি প্রক্রিয়ার কার্যক্রম শুরু হলো। দেশটিতে আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যা চূড়ান্তভাবে সম্পন্ন হবে।

বিশ্লেষকদের মতে, শিল্পোন্নত দেশগুলোর কার্বন মচ্ছবের প্রভাবে প্রতিনিয়ত বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণতা রোধে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের মোট ১৮৮টি দেশ। যেখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চুক্তিটিতে স্বাক্ষর করেছিলেন। যদিও দেশটিতে নির্বাচনি প্রচারণা চলাকালে বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে আখ্যায়িত করে আসছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীকালে নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালের ১ জুন এই চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দেন তিনি।

যার প্রেক্ষিতে গত মাসে আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময়ে তিনি দাবি করেন, ‘চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওপর একটি ‘অন্যায্য অর্থনৈতিক বোঝা’ চাপিয়ে দিচ্ছে। যা কখনোই মেনে নেওয়া হবে না।’

গত সোমবারের বিবৃতিতে মাইক পম্পেও বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আমরা একটি বাস্তবসম্মত এবং প্রায়োগিক মডেল প্রস্তাব অব্যাহত রাখতে চাই। সেই প্রস্তাবে সমর্থন জোগাবে একটি সত্যিকার বৈশ্বিক ফলাফল। আর যা উদ্ভাবন ও উন্মুক্ত বাজারের মাধ্যমেই প্রতিফলিত ঘটাবে। এমনকি আসবে বৃহত্তর সমৃদ্ধি, সীমিত (কার্বন) নিঃসরণ এবং জ্বালানির আরও সুরক্ষিত উৎস।’

পম্পেওর ভাষায়, ‘দ্রুত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সব ধরনের সক্ষমতা বাড়াতে আমরা বৈশ্বিক সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যার মাধ্যমে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা হবে।’

আরও পড়ুন :- ক্যালিফোর্নিয়ায় দাবানল : সহায়তা দিচ্ছেন না ট্রাম্প

যদিও বিভিন্ন সূত্রের বরাতে ‘বিবিসি নিউজ’ বলছে, ট্রাম্প প্রশাসন এই প্যারিস চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেও; তা পুরোপুরি কার্যকর হতে প্রায় এক বছরের মতো সময় লাগবে। দীর্ঘ এই সময়ের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আর সেই নির্বাচনে ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের সামনে এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড