• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উচ্চ ঝুঁকিতে থাকা এসব মানুষকে ঘরে থাকতে হবে ৩ মাস

  স্বাস্থ্য ডেস্ক

২৩ মার্চ ২০২০, ০৯:৫৬
শ্বাসকষ্ট
শ্বাসকষ্ট রয়েছে এমন ব্যক্তিরা ঘরে থাকুন (ছবি- ইন্টারনেট)

যেসব ব্যক্তিরা শারীরিকভাবে একেবারে দুর্বল অবস্থায় রয়েছেন তাদের অন্তত ১২ সপ্তাহ (৩ মাস) বাড়িতে অবস্থান করতে হবে। এমন নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার।

জানা যায়, যাদের অ্যাজমা রয়েছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশি। এই কারণে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানকার ১৪ লাখ মানুষ উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগামীকাল (আজ সোমবার) থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সামাজিকভাবে দূরত্ব বজায় রেখে ঘরে থাকতে বলা হচ্ছে। এ নির্দেশনা ও পরামর্শ সংক্রান্ত চিঠি ঝুঁকিতে থাকা সবার কাছে পৌঁছে দেওয়া হবে।’

কারা ঘরে থাকবেন?

১. অঙ্গ পরিবর্তন করা হয়েছে এমন ব্যক্তি। ২. ক্যানসার হয়েছে এমন কেউ। ৩. জন্মগতভাবে শারীরিক সমস্যা রয়েছে যাদের। ৪. যারা শ্বাসকষ্টে ভুগছেন ৫. যাদের হজমে গুরুতর সমস্যা রয়েছে। ৬. অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তি।

যেসব নির্দেশনা মানতে হবে

১. বাড়ি থেকে বের হবেন না। ২. সমস্যা রয়েছে এমন কারও সঙ্গে মিশবেন না। ৩. কোনো ধরনের জনসমাগম স্থলে যাবেন না।

আরও পড়ুন : জানা গেল করোনার নতুন দুই লক্ষণ!

৪. যোগাযোগের জন্য মোবাইল, ফোন, ইন্টারনেট ব্যবহার করুন। ৫. কেনাকাটা অনলাইনে সারতে পারেন।

করোনা ভাইরাস প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। আপনার যদি উপরিউক্ত শারীরিক সমস্যা থাকে তবে ঘরে অবস্থান করুন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড