• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেহে প্রোটিনের ঘাটতি প্রকাশ করে যে লক্ষণগুলো

  স্বাস্থ্য ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১০:৩৭
ঘুম
সারাদিন ঘুম ঘুম ভাব হওয়া প্রোটিনের ঘাটতির লক্ষণ; (ছবি- ইন্টারনেট)

আমাদের দেহ ঠিক রাখার জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান হলো প্রোটিন। দেহে প্রোটিনের মাত্রা বেড়ে গেলে যেমন নানা রকম স্বাস্থ্য সমস্যা দেখা দেয়, তেমনি প্রোটিনের ঘাটতি হলেও সৃষ্টি হয় নানা জটিলতা।

দেহে প্রোটিনের ঘাটতি হলে চুল, নখ, ত্বকের একাধিক সমস্যা দেখা দেয়। কিন্তু আপনার দেহে উপকারী এ উপাদানটির ঘাটতি হয়েছে কী না বুঝবেন কী করে? কিছু উপসর্গের মাধ্যমে তা জানা যায়। সেগুলোই চলুন জেনে নেওয়া যাক-

ত্বক খসখসে হয়ে যাওয়া-

শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিলে হঠাৎ করেই ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়। নখের রং ফ্যাকাসে হয়ে যেতে পারে। পাশাপাশি নখ হয়ে যায় দুর্বল ও ভঙ্গুর।

রক্তরস কমে যাওয়া-

প্রোটিনের অভাবে দেহের রক্তরস কমে আসে। ফলে চোখের চারপাশ ফুলে যেতে পারে অস্বাভাবিকভাবে। প্রোটিনের অভাবে চুল পড়ার হার বেড়ে যায় অনেকখানি। পাশাপাশি প্রোটিনের ঘাটতির কারণে লালাগ্রন্থি ফুলে যায়। ফলে মুখ, গালে ফোলাভাব দেখা দেয়।

ক্লান্ত লাগা-

দেহে প্রোটিনের অভাব হলে শরীর সবসময় ক্লান্ত লাগে। অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যেতে পারেন। একই কারণে সবসময় ঘুম ঘুম ভাব বা ঝিমুনি ভাব দেখা দেয়।

পানির আধিক্য-

শরীরে নতুন কোষ তৈরিতে সাহায্য করে প্রোটিন। তাই প্রোটিনের ঘাটতি হলে কোষের পরিমাণ কমে গিয়ে দেহে পানির আধিক্য বেড়ে যায়। সে সঙ্গে শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক ফোলাভাব দেখা দেয়।

ওপরের লক্ষণগুলো আপনার মধ্যেও রয়েছে। আজই তবে প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণের হার বাড়ান আর থাকুন সুস্থ।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড