• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্জুনের রয়েছে নানা গুণ

  অধিকার ডেস্ক    ০১ এপ্রিল ২০১৯, ০৯:৪২

অর্জুন
ছবি : সংগৃহীত

পরিচিত একটি ঔষধি গাছ অর্জুন। এর রয়েছে অনেক গুণ। বৃহদাকৃতির বহুবর্ষজীবী এই উদ্ভিদটি উচ্চতায় প্রায় ১৮-২৫ মিটার হয়ে থাকে। এ গাছের ছাল মোটা ও ধূসর বর্ণের। গাছ থেকে সহজেই ছাল তোলা যায়। শীতের শেষেই সাধারণত এই গাছ পাতাহীন হয়ে যায় ও বসন্তে নতুন পাতায় ভরে ওঠে।

অর্জুন গাছের কিছু গুণাগুণ নিচে তুলে ধরা হলো-

● হৃদরোগ উপশমে ব্যবহার করা হয় অর্জুনের ছাল। যাদের রক্তে নিম্ন চাপ রয়েছে তারা নিয়মিত অর্জুনের ছালের রস খেলে উপকার পান। রক্তক্ষরণের সমস্যা থাকলে ৫-৬ গ্রাম ছাল রাতে পানিতে ভিজিয়ে সকালে ছেঁকে পানি পান করতে হবে। এতে আরোগ্য মেলে।

● শ্বেত বা রক্ত প্রদাহে ভুগছেন এমন ব্যক্তি ছাল ভেজানো পানিতে আধা চামচ কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এ গাছের ছাল মুখ, জিহ্বা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়।

● মাড়ির সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য অর্জুন বেশ উপকারী। এটি ব্যবহারে মাড়ির রক্তপাত বন্ধ হয়।

● জ্বর ও সংকোচন রোধক হিসেবেও কাজ করে এটি। পাশাপাশি চর্ম ও যৌন রোগে অর্জুন ব্যবহৃত হয়।

● এটি খাদ্য হজম ক্ষমতা বাড়ায়। খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড