• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাধারণ এই উপসর্গগুলোই হতে পারে যক্ষ্মার কারণ

  স্বাস্থ্য কথা ডেস্ক

২৫ মার্চ ২০১৯, ১০:০৫
যক্ষ্মা
ছবি : প্রতীকী

একসময় যক্ষ্মার নাম শুনলেই ভয় পেতেন মানুষ। এই রোগটি রোগীকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেত। পাশাপাশি ছোঁয়াচে বিধায় রোগীর আশেপাশে মানুষ ভিড়তে ভয় পেত। সময়ের সাথে সাথে সংক্রামণ এই ব্যাধির ওপর থেকে মানুষের ভয় কমেছে।

যক্ষ্মার কিছু উপসর্গ রয়েছে যেগুলো খুব সাধারণ হলেও জেনে রাখা জরুরি। কারণ এই উপসর্গগুলোই বাড়তে বাড়তে একসময় মারাত্মক আকার ধারণ করে। চলুন এ রোগের এমন কিছু উপসর্গ সম্পর্কে জেনে নেওয়া যাক-

● হঠাৎ করেই কি রাতে ঘেমে যাচ্ছেন? তবে আজই সাবধান হোন। অনেকে ভাবেন আবহাওয়ার কারণে এমন হচ্ছে। নিয়মিত যদি কেবল রাতেই ঘামেন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

● শরীর খারাপ থাকলে খিদে না পাওয়া স্বাভাবিক। কিন্তু এমনটা যদি হয় যে নিয়মিতই আপনি ক্ষুধামন্দায় ভুগছেন তবে সতর্ক হোন।

● প্রায়ই বুকে ব্যথা হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যক্ষ্মা থেকে শুরু করে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে এটি।

● সর্দি কাশিকে অনেকেই সাধারণ স্বাস্থ্য সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু নিয়ম করে কদিন পর পর কাশি হওয়া ও তার সঙ্গে রক্ত বের হওয়া টিবির অন্যতম প্রধান উপসর্গ।

● যক্ষ্মা ধীরে ধীরে শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গের ওপরও প্রভাব ফেলে। এই যেমন পিঠ কিংবা কোমর ব্যথা। সেসঙ্গে প্রভাব ফেলে কিডনিতেও। প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে এখনই সাবধান হোন।

এছাড়াও যক্ষ্মা বা টিভি রোগ থেকে দূরে থাকতে প্রয়োজন সচেতনতা। তাই আজই সচেতন হোন এবং পরিবারের অন্যান্যদের সচেতন করুন।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড