• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব সিওপিডি দিবস আজ

  অধিকার ডেস্ক    ২১ নভেম্বর ২০১৮, ১২:২৯

সিওপিডি
সিওপিডি দিবস

বিশ্ব সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দিবস আজ। প্রতিবছর এ রোগের বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বজুড়ে এ দিবস পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে ‘অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ নিজ কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে চল্লিশের বেশি মানুষের ২১ শতাংশই সিওপিডি সমস্যায় ভুগছেন। এদের প্রায় ৬২ শতাংশই ধূমপায়ী। বর্তমানে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ।

প্রতিবছর পুরো বিশ্বে সিওপিডি রোগে আক্রান্ত হলে মারা যান ৬৩ হাজার মানুষ। এ রোগসহ শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগের প্রধান কারণ বায়ুদূষণ ও ধূমপান। যার প্রভাবে দেশে মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সিওপিডি রোগের জন্য ধূমপানকে দায়ী করে সরকারিভাবে তামাক চাষ বন্ধের সিদ্ধান্ত নিতে বলেন। কেবলমাত্র ধূমপান ত্যাগের মাধ্যমেই এ রোগ ৮০ শতাংশ হ্রাস করা সম্ভব। এর পাশাপাশি সিওপিডি নির্মূলে সঠিক চিকিৎসার পাশাপাশি সামাজিক সচেতনতা এবং গণমাধ্যমের ভূমিকার কথাও বলেন তারা।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড