• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ: শিক্ষামন্ত্রীর

  অধিকার ডেস্ক    ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৪

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ছবি : সংগৃহীত)

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দ্রুত ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তাসূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে কর্মচারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হলেও দীর্ঘদিন যাবত আটকে রয়েছে ফল প্রকাশ। এ সময় নিয়োগ সম্পর্কে জানতে চান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরও পড়ুন- ৪র্থ শ্রেণির কর্মকতাদের নিয়োগের ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ

পরে শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে জানানো হয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ নিয়ে ৪৮টি রিট রয়েছে। ২০১৩ সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ১৯৬৫ পদে নিয়োগের কাজ শুরু হলেও এখনও পর্যন্ত অধিকাংশ পদেই নিয়োগ দিতে পারেনি অধিদপ্তর।

এদিকে ২০১৭ সালের জুলাইয়ে ৯৫৮টি পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ও ফল প্রকাশের দায়িত্ব দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএকে। পরে সেপ্টেম্বরে মৌখিক পরীক্ষাসহ সব কার্যক্রম শেষ হলেও ফল প্রকাশ করছে না শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে বলা হয়, এখনও দুই হাজারের বেশি কর্মচারীর পদ শূন্য রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড