• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদেশ অমান্য করে গোপনে চলছে কোচিং সেন্টারের কার্যক্রম

  অধিকার ডেস্ক

২৮ জানুয়ারি ২০১৯, ১০:৫৪
কোচিং সেন্টার
ছবি : প্রতীকী

এক মাসের জন্য দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দেয় সরকার। কিন্তু সরকারি সিদ্ধান্ত অমান্য করে রাজধানীর বিভিন্ন কোচিং সেন্টারে গোপনে কার্যক্রম চালাচ্ছে।

রবিবার (২৭ জানুয়ারি) ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কোচিং সেন্টার খোলা ছিল। এ দিকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকার এম চৌধুরী একাডেমি, প্রত্যাশা কোচিং সেন্টারসহ বেশকিছু কোচিং সেন্টার খোলা রাখা হয়।

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রবিবার ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গত রবিবার (২০ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা বলেন শিক্ষামন্ত্রী ঢা. দীপু মনি।

আরও পড়ুন-

গাইড বইয়ের প্রতি ঝুঁকে পড়েছে শিক্ষার্থীরা

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ‘২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

কিন্তু সরকারি সিদ্ধান্ত অমান্য করে কোচিং সেন্টারের কার্যক্রম পরিচালনা করছে কর্তৃপক্ষ। এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। দাখিলে মোট পরীক্ষার্থী ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরিতে মোট পরীক্ষার্থী ১ লাখ ২৬ হাজার ৩৭১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড