• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১ অক্টোবর খুলছে শেকৃবির আবাসিক হল

  ক্যাম্পাস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলগুলো খুলছে আগামী ১ অক্টোবর থেকে। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পরবর্তী অনলাইনে চলমান সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া। সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় উপাচার্য জানান, ৩০ সেপ্টেম্বরের পর অনলাইনে চলমান সকল ক্লাস ও পরিক্ষা কার্যক্রম স্থগিত করা হবে এবং পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সব অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার জন্য সব ডিন ও বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে। যেসব অনুষদ ও বিভাগে বিদেশী শিক্ষার্থী রয়েছে তারা ক্যাম্পাসে ফেরার পর সেগুলোতে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

হলে প্রবেশের জন্য শিক্ষার্থীদের টিকা গ্রহণের সনদ নিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ের মধ্যে যারা টিকা নেয়নি তারা টিকা নিবে কিংবা যারা রেজিস্ট্রেশন করেনি তাদেরকে ২৭ তারিখের মধ্যে ইউজিসির দেওয়া চাহিদাপত্রে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন : প্রাথমিকে ‘শেখ রাসেল দিবস’ পালনের নির্দেশ

হল খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, হলে বহিরাগত ও অছাত্ররা যাতে অবস্থান না করতে পারে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিব। কোনো গণরুম থাকবে না এবং ডাইনিং-ক্যান্টিনসহ কোনো স্থানে যেন অতিরিক্ত শিক্ষার্থী জমায়েত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকা হবে।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড