• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সামনে ঈদ অযুহাতে বাড়িভাড়া নিয়ে শিক্ষার্থীদের হয়রানি

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

১৯ মে ২০২০, ২১:৫৯
বাড়িভাড়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

‘ঈদ চলে এসেছে তাই আমার টাকার প্রয়োজন। কোথা থেকে কিভাবে দিবে জানিনা কিন্তু কালকের মধ্যেই বাড়িভাড়া পরিশোধ করবে। আর যদি ভাড়া দিতে না পারো তাহলে তোমাদের মালামাল বের করে দিচ্ছি।’

সম্প্রতি এভাবেই বাড়িভাড়া নিয়ে হুমকির শিকার হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এক শিক্ষার্থী। গোপালগঞ্জের নবীনবাগ এলাকায় বসবাসরত এই শিক্ষার্থী বলেন, ‘আমার বাবা একজন অটোরিকশা চালক। করোনার সময়টায় আমাদের তিনবেলা ঠিকভাবে খাবার সংগ্রহেরই অবস্থা নেই আর বাড়িভাড়া পরিশোধ তো পুরোপুরি অসম্ভব।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি বাড়িওয়ালাকে বারবার বুঝানোর চেষ্টা করছি কিন্তু তিনি কিছুই বুঝতে চাচ্ছেন না। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।’

একই অবস্থা উল্লেখ করে নবীনবাগ এলাকায় বসবাসরত শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘ঈদ উপলক্ষে বাড়ির মালিকরা ভাড়ার জন্য অধিক চাপ প্রয়োগ করছেন। আমাদের বাড়িওয়ালা একসঙ্গে দুই মাসের ভাড়া চেয়েছেন। আমাদের অনেকের আর্থিক সমস্যা থাকায় আমরা করোনার সময়টায় বাড়িভাড়া অর্ধেক নিতে অনুরোধ করেছি কিন্তু তিনি রাজি হননি।’

শুধু এই দুই শিক্ষার্থী নন নবীনবাগ এলাকায় বসবাসরত অধিকাংশ শিক্ষার্থী একই ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) ড. মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে ইতোমধ্যে আমরা বাড়ির মালিকদের করোনার সময়টায় বাড়িভাড়া মওকুফ করার অনুরোধ জানিয়েছি এবং গোবরা এলাকায় ৪০% ভাড়া মওকুফ করা হয়েছে। কিন্তু নবীনবাগ এলাকায় করোনা রোগী শনাক্ত হওয়ায় আমরা তাদের সঙ্গে আলোচনা করতে পারিনি। তবে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

আরও পড়ুন : নটরডেম লিটারেসি স্কুলের শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী প্রদান

উল্লেখ্য, বশেমুরবিপ্রবির প্রায় ৮৪ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে বসবাস করে। সম্প্রতি শিক্ষার্থীদের আর্থিক সমস্যা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্বপ্রাপ্ত) গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সহ গোপালগঞ্জের জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের নিকট বাড়িভাড়া মওকুফের বিষয়ে সহযোগিতা চেয়ে লিখিত অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড