• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রধানমন্ত্রীর কাছে তিতুমীর কলেজ শিক্ষার্থীর খোলা চিঠি

আপনার কর্ণ অবধি পৌঁছাবে কি না জানি না

  মামুন সোহাগ, জিটিসি প্রতিনিধি

১৬ মে ২০২০, ২২:৫৭
তিতুমীর কলেজ
ছবি : সম্পাদিত

করোনায় একেবারে নাজুক অবস্থায় পড়েছে মেসে থাকা শিক্ষার্থীরা। অনেকেই টিউশন করে নিজের খরব চালাতো, কেউ কেউ বাড়তি টাকাটা গ্রামে মায়ের কাছে পাঠিয়ে দিতো। তবে সব রুটিরুজিতে এসেছে পরিবর্তন। ঘরবন্দী জীবনে শিক্ষার্থীদের চাপা কষ্ট আর আর্তনাদ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন তিতুমীর কলেজ শিক্ষার্থী ওয়ালীউল্লাহ তুহিন।

চিঠিটি হুবহু তুলে ধরা হলো-

‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কর্ণ অবধি পৌঁছাবে কি না জানি না। তারপরও বলছি... আমি টিউশন করে নিজে পড়ি ও আমার পরিবারের খরচ বহন করি। করোনা মহামারির কারণে একমাত্র উপার্জনের পথ টিউশন বন্ধ। আমার বাবা ড্রাইভার। কয়েক মাস বাবা ঘরেই বসা, উপার্জনের কোনো পথই রইলো না। আমার মা গার্মেন্টস এ চাকরি করতো। কিন্তু গত ২ মাস বেতন পায়নি এখন শুনি তার চাকরিও নাই। উপার্জনই তো নাই। দুমুঠো খেতে কষ্ট। এর ভিতরে বছর শেষে স্কুলের বেতন/ ইউনিভার্সিটির সেশন ফি কিভাবে পরিশোধ করবো??

বেতন না দিতে পারলে, স্যার ক্লাসের সবার সামনে দ্বার করিয়ে টাকা চাইবে। গালমন্দ করবে, পরীক্ষা না দিতে দেওয়ার এমন হুমকিও দিবে। সেশন ফি না দিতে পারলে ফর্মফিলাপ করতে পারবো না। হয়তো এবার ইয়ার লস যাবে। এ কথা মনে করলে দু চোখে শুধু ঝাপসাই দেখি। তবে কি আমাদের পড়াশুনা এখানেই শেষ?

আরও পড়ুন : অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির শোক

যার টিউশন নাই, যার বাবার আয় নাই, যার মায়ের চাকরি নাই, এমন না জানা হাজারো সমস্যায় যুক্ত ওই সংগ্রামী শিক্ষার্থীর পক্ষ হয়ে আপনার কাছে একটা আকুল আবেদন করছি। এই মহামারি বছর২০২০ এ স্কুলের যাবতীয় বেতন/ ইউনিভার্সিটির সেশন ফি মওকুফ করে আমাদের পড়াশুনা করে আপনার সোনার বাংলা গড়ে তোলার সুযোগ করে দিবেন। জয় হোক মানবতার!’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড