• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ববির সমাজবিজ্ঞান বিভাগ

  ববি প্রতিনিধি

১২ মে ২০২০, ১৮:২১
ববি
বরিশাল বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

কোভিড-১৯ এর ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগ।

করোনাভাইরাসে পুরো দেশ লকডাউন থাকায় আর্থিক বিপর্যয়ে নিম্ন আয়ের মানুষ। টিউশন করে পড়াশোনা চালানো শিক্ষার্থীরাও রয়েছে আর্থিক সংকটে। এই পরিস্থিতিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ।

বিভাগ সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দিতে বিভাগটির পক্ষ থেকে একটি ছাত্র কল্যাণ তহবিল গঠন ও শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে ইতোমধ্যে বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের সচ্ছল শিক্ষার্থীরাও ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্যপ্রার্থী শিক্ষার্থীদের নাম গোপন রেখে এই সহায়তা অব্যাহত থাকবে বলে বিভাগটির পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে সমাজবিজ্ঞান ছাত্র সংসদের এজিএস সাইদ শুভ দৈনিক অধিকারকে জানান, করোনাকলীন এই দুর্যোগে অধিকাংশ শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিক সমস্যায় রয়েছে, আমরা চেষ্টা করছি বিভাগে যেসব শিক্ষার্থী তুলনামূলক সচ্ছল তাদের কাছ থেকে সাহায্য নিয়ে অসচ্ছলদের কাছে পৌঁছে দিতে। বিভাগের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে একটা ফান্ড করেছিলাম সেখানে বিভাগের কয়েকজন শিক্ষক সহযোগিতা করেছেন। সেখান থেকে কয়েকজনকে সাহায্য করা হয়েছে।

তিনি বলেন, ‘বিভাগের আমরা যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি, তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ করে অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা এবং রেশনকার্ড পাওয়ানোর ব্যবস্থা করেছি।’

আরও পড়ুন : নিয়ম ভেঙ্গে নিয়োগ, রাবি উপাচার্যসহ ৪ জনকে আইনি নোটিশ

আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তারেক মাহমুদ আবীর দৈনিক অধিকারকে বলেন, ‘শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে আমরা একটি ফান্ড গঠন করেছি, সেখান থেকে কয়েকজনকে সহায়তা করা হয়েছে। এছাড়া বিভাগের শিক্ষকরাও ব্যক্তিগতভাবে কয়েকজনকে সাহায্য করেছি। শিক্ষার্থীরা যেন নিজেদেরকে একা মনে না করে। কোনো শিক্ষার্থী অর্থকষ্টে ভুগলে আমরা তাদের পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস খুললে আবার আমার শিক্ষার্থীদের সবাইকে একসঙ্গে দেখতে চাই। শিক্ষার্থীরা যেন সাবধানে থাকে, নিরাপদে থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড