• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থীরা

  মাভাবিপ্রবি প্রতিনিধি

২৯ এপ্রিল ২০২০, ১৪:২৫
মাভাবিপ্রবি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে দেশ কার্যত লকডাউন। এর প্রভাব পড়েছে নানান শ্রেণি-পেশার মানুষের ওপর।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে য‌ারা গ্রামের মধ্যবিত্ত কিংবা নিম্ন আয়ের পরিবার থেকে ‌এসে‌ছেন এরকম অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করার কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স এমবিএসটিইউয়ান ওয়েলফেয়ার ফান্ড।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য একটি স্থায়ী তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।’

আরও পড়ুন : ভাসানী বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা শুরু আগামী সপ্তাহেই

প্রাথমিকভাবে প্রতি বিভাগ থেকে ন্যূনতম ১ জন করে মোট ৩০ জন শিক্ষার্থী সামাজিক সুরক্ষা বৃত্তির আওতায় এই সহযোগিতা পাবেন। তবে তহবিলের টাকার পরিমাণের ওপর ভিত্তি করে সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে। মে মাসের প্রথম সপ্তাহ হতে অর্থ সহায়তা মোবাইল ব্যাংকিংসহ অন্য সুবিধাজনক উপায়ে প্রদান করা হবে।

সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ : ০১৭১৬৩৪২৩৮৩ (পার্সোনাল), রকেট : ০১৭৪৯৯৫৯৭২৪২, নগদ : ০১৯৯২৭৭৩০১৩।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড