• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে ব্যানারবিহীন র‍্যালি!

  কুবি প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ১৫:০১
র‍্যালি
কুবি প্রশাসনের ব্যানারবিহীন র‍্যালি (ছবি : সংগৃহীত)

রংহীন ছিমছাম আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে ব্যানারবিহীন র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের পূর্বপরিকল্পিত ছিল। ভাগ্যের পরিহাস আজকে আমরা অত্যন্ত ছোট আয়োজনে তা পালন করছি। পুরো দেশে করোনা আতঙ্ক ছড়িয়েছে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন : নোবিপ্রবিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালিত

এ সময় উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, হল প্রাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

জন্মশতবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড