• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা

  ইবি প্রতিনিধি

১৭ মার্চ ২০২০, ১৩:২১
ইসলামী বিশ্ববিদ্যালয়
বিদেশি শিক্ষার্থীদের মতবিনিময় সভা (ছবি : দৈনিক অধিকার)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিদেশি শিক্ষার্থীদের নিয়ে করোনা ভাইরাস সচেতনতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার ডিভিশনের পরিচালক শাহাদাত হুসাইন আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ডক্টর পরেশ চন্দ্র বর্ম্মন, ইবির প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার এস.এম নজরুল ইসলাম প্রমুখসহ বিদেশি শিক্ষার্থীবৃন্দ।

এ সময় উপাচার্য বলেন, ‘দেশি শিক্ষার্থীদের জন্য হল বন্ধ করা হয়েছে তবে বিদেশি শিক্ষার্থীরা হলে থাকতে পারবে। তাদের জন্য সকল প্রকার সুবিধা এবং নিরাপত্তা প্রদান করা হবে। চীনে তিন থেকে চার হাজারের বেশি মানুষ মারা গিয়েছে, কিন্তু এখন চীনে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। সুতরাং বলা যায়, করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যা নিয়ন্ত্রণযোগ্য।’

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ডাকসুর ‘ঐক্যবদ্ধ’ শ্রদ্ধা

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস উচ্চ তাপমাত্রায় টিকতে পারে না, তাই ধারণা করা হচ্ছে মার্চের শেষে এপ্রিলেই বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশ ভাইরাস মুক্ত হয়ে যাবে। তাই এটা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড