• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা নিয়ে বাঁধন ববি শাখার সচেতনতামূলক সভা 

  ববি প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৭:০৭
ববি
ববিতে সচেতনতামূলক আলোচনা সভা (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাঁধন ববি শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. তানজিন হোসেন, বাঁধন ববি শাখার উপদেষ্টা আবু হানিফা নোমান, ছোটন্দ্রনাথ চক্রবর্তী, সভাপতি ফাতেমা আক্তার বন্যা ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।

ডা. তানজিন হোসেন বলেন, করোনা ভাইরাসকে ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি ঘোষণা করেছে। এটি বিশ্বের ১২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও তিনজনকে শনাক্ত করা হয়েছিল, যাদের মধ্যে দুইজন আবার সুস্থ হয়েও গেছে। করোনা ভাইরাস শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই আতঙ্ক সৃষ্টি করেছে। যদিও এই ভাইরাসটি খুবই মারাত্মক নয়।

আরও পড়ুন : অনলাইনে ফরম ফিলাপ চায় বুটেক্স শিক্ষার্থীরা

তিনি আরও বলেন, করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হলে আত্মসচেতনতা বাড়াতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর অধিক জোর দিতে হবে। লোকসমাগম থেকে দূরে থাকতে হবে। হ্যান্ডশেক, কোলাকুলি করা যাবে না। ঘন ঘন হাত ধুতে হবে। হাত ধোয়ার সময় মিনিমাম ৪০ সেকেন্ড বা ১ মিনিট সময় নিতে হবে। এক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজেশন থেকে কাপড়, কাঁচা সাবান ব্যবহার করা উত্তম। কেননা এতে ক্ষার বেশি থাকে।

এ সময় হাত ধোয়ার ৬টি কৌশল শেখান তিনি।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড