• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা সতর্কতা

অনলাইনে ফরম ফিলাপ চায় বুটেক্স শিক্ষার্থীরা

  বুটেক্স প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৬:৪৯
বুটেক্স
করোনা ভাইরাস সচেতনতায় বুটেক্স (ছবি : সম্পাদিত)

করোনা ভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষায় অনলাইনে ফরম ফিলাপের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা।

আসন্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষাকে কেন্দ্র করে বুটেক্সে প্রস্তুতিমূলক ছুটি চলছে। ২৯ মার্চ থেকে শুরু হওয়া পরীক্ষা ব্যতীত কেবলমাত্র ফরম পূরণের দিনগুলোতে ক্যাম্পাসে জনসমাগম থাকবে। করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে এ জনসমাগম এড়াতে অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করতে চান শিক্ষার্থীরা।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরম পূরণের ফি নেওয়া হচ্ছে উল্লেখ করে ৩য় বর্ষের শিক্ষার্থী ফাইয়াজ বিন সিদ্দিক বলেন, ‘টাকা যদি শিওর ক্যাশে নিতে পারে আমার মনে হয় ফরম ফিলাপটাও অনলাইনে আনা উচিত! যে সময় আছে কর্তৃপক্ষ চাইলেই পারবে! আজীবনের একটা সমস্যার সমাধান!’

ক্যাম্পাসে জনসমাগম হলে তা সকলের জন্যই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে মুহিউদ্দিন পুলক বলেন, শিক্ষার্থীরা কথা তুলছে। তাই বলে ঝুঁকিটা শুধুমাত্র যে ছাত্রদের তা না, আক্রান্ত হলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আক্রান্ত হবেন! একটি সুচিন্তিত সিদ্ধান্ত আসবে বলে আশা রাখছি।’

অনলাইনে ফরম পূরণ করা ক্যাম্পাসে জনসমাগম এড়ানোর অন্যতম হাতিয়ার হবে উল্লেখ করে ছাত্রকল্যাণ পরিচালক ড. অধ্যাপক শাহ আলিমুজ্জামান বেলাল বলেন, ‘দেশের পরিস্থিতি বিবেচনায় এটি একটি উত্তম সিদ্ধান্ত হবে।’

আরও পড়ুন : ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

করোনা সতর্কতায় অনলাইনে ফরম পূরণের পদক্ষেপ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বুটেক্স উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, ‘১৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। তবে, এত অল্প সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণের ব্যবস্থা করা সম্ভব নয়।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড