• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

  ইবি প্রতিনিধি

১৪ মার্চ ২০২০, ১৫:৩২
ইসলামী বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে র‍্যালি (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাঁকজমকপূর্ণ পরিবেশে আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) প্রথমবারের মতো গণিত বিভাগের উদ্যোগে এই দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে।

দিবসটি উদযাপন উপলক্ষে এ দিন দুপুর ১২টার দিকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরের পাদদেশ হয়ে বিভাগের সামনে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন- গণিত বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, অধ্যাপক মোছাম্মত কামরুন্নাহার, সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান প্রমুখ।

আরও পড়ুন : বেহাল শৌচাগারে শিক্ষার্থীদের ভোগান্তি

এ বিষয়ে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. আনিসুর রহমান বলেন, ‘আগে এই দিনটি আন্তর্জাতিক পাই দিবস হিসেবে পালিত হতো। এ বছরই প্রথম পাই দিবস পালিত না হয়ে ইউনেসকো স্বীকৃত আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। তাই বাংলাদেশসহ সারা বিশ্বের সঙ্গে আজকে আমরা গণিত দিবস পালন করছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড