• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনা আশঙ্কায় রাবিতে সব ধরনের কর্মসূচি স্থগিত

  রাবি প্রতিনিধি

১১ মার্চ ২০২০, ১৯:৩৪
করোনা ভাইরাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ক্যাম্পাসে জনসমাগম ঘটে এমন সব ধরনের অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গণজমায়েত হয় এমন সব ধরনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছোট পরিসরে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, মুজিববর্ষ উদযাপন কমিটির সভায় ক্যাম্পাসে জন সম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন : রূপনগরের আগুন নিয়ন্ত্রণে বাঙলা কলেজ রোভার

এদিকে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসিক হলের প্রাধ্যক্ষবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রী হলগুলোর গণরুমে ঠাসাঠাসি করে থাকা ছাত্রীদের বিভিন্ন রুমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড