• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপনগরের আগুন নিয়ন্ত্রণে বাঙলা কলেজ রোভার

  জিবিসি প্রতিনিধি

১১ মার্চ ২০২০, ১৯:২১
আগুন নিয়ন্ত্রন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউটসের সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

রাজধানীর মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউটস।

বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট গ্রুপের একটি দল অগ্নিনির্বাপণের জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে একত্র হয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে সহযোগিতা করেন বাঙলা কলেজ রোভার স্কাউটস। উপ দলনেতা এস এম নাজমুল করিম নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, সম্বল হারিয়ে অসহায় মানুষদের কেউ কেউ রাস্তায় আশ্রয় নিয়েছে, কেউ কেউ আশ্রয় নিয়েছে স্থানীয় ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এদিকে আগুন লাগার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার প্যানেল মেয়র হাজী জামাল মোস্তফা। এ সময় তিনি বস্তিবাসীর সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন।

আরও পড়ুন : আইনি জটিলতা কাটিয়ে ৫ জেলায় শিক্ষক নিয়োগ শুরু

স্থানীয়রা জানান, এ বস্তিতে প্রায় ৩ হাজার থেকে সাড়ে তিন হাজারের মতো মানুষের বসবাস। এরা অধিকাংশই গার্মেন্টস শ্রমিক। অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড