• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাবিতে নারী অধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  জাবি প্রতিনিধি

১০ মার্চ ২০২০, ১৩:২৩
জাবি
উপলব্ধিতে নারী অধিকার শীর্ষক সেমিনার (ছবি : সংগৃহীত)

আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আমি সমতার প্রজন্ম : উপলব্ধিতে নারী অধিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) ক্যাম্পাসের সামাজিক সংগঠন ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কালটিভেট হিউম্যান এইডের (ইচ্ছা) আয়োজনে ইতিহাস বিভাগের একটি কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইতিহাস বিভাগের সভাপতি ড. আরিফা সুলতানা উপস্থিত ছিলেন।

বাংলার সমাজ ও রাজনীতিতে নারীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘অতীতে সমাজ গঠনে নারীর ভূমিকা থাকলে ইতিহাসে নারীদের ঠাই দেওয়া হয়েছে কম। ইউরোপের তুলনায় ভারতবর্ষের নারীরা অধিকার আদায়ে পিছিয়ে ছিল অনেক। ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ পতনে নারীদের ভূমিকা ছিল। রুশো সহ অনেক পণ্ডিত নারী শিক্ষাকে নেতিবাচক ভাবে তুলে ধরেছেন। অন্যদিকে ভারতবর্ষে রাজা রামমোহন সহ আরও অনেক পুরুষ নারীর অগ্রগতিতে ভূমিকা রেখেছেন।’

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সামসুন্নাহার খানম বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলের নেত্রী নারী হলেও রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ খুবই কম। সংসদে সংসদীয় ৫০টি আসনে নারীর বিপরীতে প্রত্যক্ষ ভোটে নারী নির্বাচিতদের সংখ্যা কম। আবার যারা সংরক্ষিত আসনে রয়েছেন, নারীর অগ্রগতিতে তারাও তেমন ভূমিকা রাখছেন না। স্থানীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও কম। নারীর অগ্রগতিতে রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. পারভীন জলি বলেন, ‘নারীকে তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো নিতে দেওয়া হয় না। এ সিদ্ধান্ত ছোটবেলায় পিতা কিংবা ভাই নেন। বিবাহ পরবর্তী সময়ে স্বামী কিংবা পুত্র নেন। সমাজে নানা ভাবে নারীকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়।’

আরও পড়ুন : বশেমুরবিপ্রবিতে আন্দোলন-অনশন অব্যাহত

ইতিহাস বিভাগের আরেক সহযোগী অধ্যাপক ড. সুলতানা আক্তার নারী দিবসের পটভূমি তুলে ধরে বলেন, ‘নারীর এগিয়ে যেতে নারী পুরুষের সমতার প্রয়োজন, তেমনি নারীর নিরাপত্তা প্রয়োজন। নারীরা সংসারে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে। এছাড়া ধর্ষণ সহ নানা ধরনের নির্যাতন নারীর অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।’

সভাপতির বক্তব্যে ইচ্ছার উপদেষ্টা ও ইতিহাস বিভাগের প্রভাষক নাছিমা হামিদ বলেন, ‘কর্মক্ষেত্র সহ পরিবারেও নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। নারীরাও তাদের অধিকার সম্পর্কে কম সচেতন। নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ একত্রে কাজ করলে তবেই সমাজে সমতা প্রতিষ্ঠা পাবে।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড