• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীর ওপর হামলা

  বরিশাল ব্যুরো

০৮ মার্চ ২০২০, ১৯:৪৩
ববি
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাফসান জনি নামে এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের সামনে এ ঘটনা ঘটে। জনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর ২টি পৃথক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী জনি।

অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বিভাগের ৮ম সেমিস্টারের ক্লাস শেষ হওয়ায় নগরীতে একটি রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে তাদের ব্যাচের সকল শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে তারা বাসযোগে রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছান।

জনি বাস থেকে উপাচার্য ভবনের সামনে নামার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তার ওপর একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম সুমন, হাসিব শেখ সাইমুনসহ আরও ২/৩ জন তাকে কিল ঘুষি মারে। একপর্যায়ে তারা বাঁশ দিয়ে কোমর ও পায়ে আঘাত করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, খবর পেয়ে সহপাঠীরা তাকে উদ্ধার করে। হামলাকারীরা গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন আহমেদ সিফাতের অনুসারী।

এ ব্যাপারে মহিউদ্দিন আহমেদ সিফাত জানান, এ ধরনের কোনো বিষয় তার জানা নেই।

আরও পড়ুন : বিভাগ অনুমোদনের দাবি ইউজিসিতে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, এ ঘটনা নিয়ে প্রক্টরিয়াল বডি সোমবার (৯ মার্চ) বৈঠকে বসবেন।

প্রসঙ্গত, এ বছরের ১ মার্চ নওরিন উর্মি নামে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ওপর হামলা করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড