• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অনুমতি ছাড়াই জাবিতে ক্লাস নিচ্ছেন ইবি অধ্যাপক

  মুর্তজা হাসান, ইবি প্রতিনিধি

০৪ মার্চ ২০২০, ১৩:৪৭
ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবির আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল (ছবি : সংগৃহীত)

প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অন্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১টি কোর্সে নিয়মিত ক্লাস নিচ্ছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ সূত্রে, তিনি ওই বিভাগের তৃতীয় বর্ষের ৩০৪ নম্বর কোর্স নিয়মিত পড়াচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, ‘তিনি প্রতি বৃহস্পতিবার অনার্স তৃতীয় বর্ষের করপোরেট গভর্নমেন্ট ক্লাস নেন। একটা কোর্সে ক্লাস নিচ্ছেন, ভবিষ্যতে আরেকটা কোর্স দেওয়া হতে পারে।’

এ সম্পর্কে ইবির আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, ‘তিনি যে বাইরে পড়াবেন সে বিষয়ে কাউকে অবহিত করেনি এবং আবেদনও করেনি।’

তিনি নিয়মিত ক্লাস নেন কি না এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, ‘নিয়মিত বলতে তিনি শুধু শনিবার আসেন।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সূত্রে আরও জানা যায়, তার জন্য দুইটি ক্লাস বরাদ্দ ছিল। তিনি একটা ক্লাস ছেড়ে দেওয়ার জন্য বিভাগের সভাপতি বরাবর লিখিত আবেদন দিয়েছেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মো. শাহজাহান মণ্ডল বলেন, ‘রেজিস্ট্রারকে আমি জানিয়েছি, অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন, বিভাগে অনুমোদনের আবেদন আটকে আছে। আমি যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করেছি সেদিন থেকেই অনুমোদন নেব।’

অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম ক্লাস নেন সে বিষয়ে কর্তৃপক্ষের অনুমতি আছে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘অন্যত্রে পার্ট টাইম ক্লাসের ব্যাপারে তিনি কোনো অনুমতি নেননি।’

আরও পড়ুন : নেই কাজ তো খই ভাজ!

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চাকুরিরত কোনো শিক্ষক কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্যত্র অতিরিক্ত সময় চাকুরি করার কোনো নিয়ম নেই। কারও বিরুদ্ধে যদি এমন অভিযোগ উঠে তাহলে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া এ ধরনের বাইরে ক্লাস নেওয়া গ্রহণযোগ্য নয়। ব্যাপারটি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড