• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

  বেরোবি প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৯
বেরোবি
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক (ছবি : সম্পাদিত)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী আলমগীর কবিরকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী নাঈম ইসলাম ইরফানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ফেরদৌস আলম ও শাহজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মুরাদ, সহসাংগঠনিক সম্পাদক নাসির হোসেন নাহিয়ান ও শামীম উসমান, অর্থ সম্পাদক আসাদুল্লাহ ইসলাম রনি ও দপ্তর সম্পাদক মতিউল্লাহ মিজবাহ নাবিল।

আরও পড়ুন : বাঙলা কলেজে বৃহস্পতিবার বিতর্ক কর্মশালা

নতুন কমিটির সভাপতি আলমগীর কবির বলেন, ‘যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করাই আমার মূল টার্গেট হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিগুলো পূরণের জন্য কাজ করতে চাই।’

উল্লেখ, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দিয়েছে সংগঠনটি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড