• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঙলা কলেজে বৃহস্পতিবার বিতর্ক কর্মশালা

  জিবিসি প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮
বিতর্ক কর্মশালা
বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (ছবি : সংগৃহীত)

সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালার আয়োজন করেছে বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)।

আগামী বৃহস্পতিবার ও শনিবার (২৭ ও ২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাঙলা কলেজের নতুন অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় উচ্চারণ ও বাচনভঙ্গি, উপস্থাপনা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক ও ইংরেজি সংসদীয় বিতর্কের প্রশিক্ষণ দেওয়া হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নিতে পারবেন। অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে।

কর্মশালার প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন- ফাহাদ আল আব্দুল্লাহ, শিক্ষক- ইস্টার্ন ইউনিভার্সিটি, সাধারণ সম্পাদক (ভিজ্যুয়াল অ্যান্থোপোলজি ডিবেটিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়), শামীম জামান- উপদেষ্টা (বাংলাদেশ ডিবেট ফেডারেশন, বিডিএফ) ও সাবেক বিতার্কিক, সরকারি বাঙলা কলেজ।

দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন- কাউসার আলম (সাবেক টেলিভিশন বিতার্কিক ও প্রশিক্ষক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব), জিহাদ আল মেহেদী, কমিউনিকেশন অফিসার, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও সাবেক সাধারণ সম্পাদক, কবি জসিম উদ্দীন হল ডিবেটিং ক্লাব ও যুগ্ম সাধারণ সম্পাদক (বিডিএফ), সৌরভ অধিকারী (গুরুদেব), সংবাদ উপস্থাপক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ হল ডিবেটিং ক্লাব (বিতর্ক একটি তার্কিক সংগঠন), অধ্যাপক সায়মা ফিরোজ, আহ্বায়ক, বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) ও অধ্যাপক বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে বিজিসিটিইউবির শিক্ষার্থীদের বাস

কর্মশালার নিবন্ধন ফি ৫০ টাকা। মঙ্গলবার (২৫ তারিখ) পর্যন্ত নিবন্ধন করা যাবে।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড