• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তদন্ত কমিটি

  ইবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫
ছাত্রলীগের সংঘর্ষ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার (ছবি : সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল লতিফ জানান, গত ২২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রবিউল হোসেনকে আহ্বায়ক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান ও সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন : বিশ্ব শান্তি সম্মেলনে যাচ্ছে আইআইইউসির লিমন

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাতে জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রলীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্য ১ জনের অবস্থা ছিল গুরুতর।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড