• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহ শুরু

  বেরোবি প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৪
বেরোবি
সাংবাদিকতা বিভাগের ক্রীড়া সপ্তাহের উদ্বোধন (ছবি : দৈনিক অধিকার)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ক্রীড়া সপ্তাহ-২০২০ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন সংলগ্ন মাঠে সপ্তাহব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাসনীম হুমাইদা।

তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের সবার জন্য একটি অতি প্রয়োজনীয় অধ্যায়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের উচিত পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করা।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম , ২০২০ খেলা কমিটির আহ্বায়ক ও প্রভাষক রহমতুল্লাহ, প্রভাষক সারোয়ার আহমেদ, শোয়েবুর রহমানসহ বিভাগের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন : ১৩তম সাউফেস্টে জাককানইবির ৪ শিক্ষার্থী

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, ক্যারাম, লুডু প্রভৃতি খেলায় অংশগ্রহণ করবেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড