• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কলা গাছের শহীদ মিনারে অমর একুশ

  ঢাবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৫
মহান শহীদ দিবস
বিজয় একাত্তর হলে কলা গাছের শহীদ মিনার (ছবি : দৈনিক অধিকার)

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম আধুনিক এই হলে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় কলা গাছের তৈরি অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। হল সংসদের উদ্যোগে এটি নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে কলাগাছ দিয়ে শিক্ষার্থীরা প্রতীকী শহীদ মিনার গড়েন। পরে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি অদম্য আবেগ ও গভীর ভালোবাসার প্রমাণ রাখেন এভাবেই।

হল সংসদের সহসভাপতি সজিবুর রহমান সজীব বলেন, ‘খুব মনে পড়ে ছোটবেলায় খেলার সাথীরা সবাই মিলে যখন কলাগাছ, ফুল দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করতাম। এরপর ফুল দিয়ে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতাম। আজকের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কিছু সময়ের জন্য আবার ছোট বেলার হারানো সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম। যেহেতু আমাদের হলে কোনো শহীদ মিনার নেই, তাই আমরা হল সংসদের পক্ষ থেকে এই অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছি। এখানে হলের শিক্ষার্থী, কর্মচারী কর্মকর্তা সহ সকলেই ফুল দিয়ে আমাদের ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।’

হল সংসদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিশান বলেন, ‘মহান ভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের স্মরণ করতে বাঙালি জাতি হিসেবে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। ভাষা শহীদরা আমাদের বাংলা ভাষাকে রক্ষা করতে গিয়ে যে আত্মত্যাগ করেছেন তা পৃথিবীর বুকে এক অনন্য স্মরণীয় ইতিহাস।’

তিনি বলেন, ‘আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাণের বাংলা ভাষা রক্ষার জন্য প্রথম বিশ্ববিদ্যালয় যা পাকিস্তানের বিরুদ্ধে গণ আন্দোলনের দূর্গ গড়ে তোলে। কিন্তু ভাষা আন্দোলনের এত বছর পরে দুঃখের সঙ্গেই বলতে হয় এই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলে শহীদদের স্মরণের শহীদ মিনার নেই। বিজয় একাত্তর হল তার মধ্যে অন্যতম। বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের মাধ্যমে নির্বাচিত হয়ে এই হলে ভাষা শহীদদের স্মরণের শহীদ মিনার থাকবে না, ২১শে ফেব্রুয়ারিতে হল কোনো শহীদদের স্মরণের স্তম্ভ এই হলে রাখবে না তা কিছুতেই হতে পারে না। এই বোধদয় হতেই আমরা বিজয় ৭১ হল সংসদ একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছি।’

আরও পড়ুন : ভাষা শহীদদের প্রতি বাকসাসের শ্রদ্ধা

হল সংসদের সহসাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, ‘ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শহীদ মিনার পাশে থাকায় বিশ্ববিদ্যালয়ের অর্ধেক হলেই কোনো শহীদ মিনার নেই। যা আমাদের জন্য দুঃখজনক। প্রতিটি হলে একটি করে শহীদ মিনার গঠন এখন সময়ের দাবি। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।’

হল সংসদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। আধুনিক এই হলে দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী শহীদ মিনার গড়ে তোলারও আহ্বান জানান তারা।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড