• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পবিপ্রবিতে শহীদ দিবস পালিত

  পবিপ্রবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬
পবিপ্রবি
পুষ্পস্তবক অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও স্থানীয় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় এসে মিলিত হয়।

এতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল প্রাধ্যক্ষ ড. অসীত কুমার পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. মো. তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ইউজিসি কার্যালয় ঘেরাও করার ঘোষণা বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড