• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

একুশের প্রথম প্রহরে কুবির শ্রদ্ধা নিবেদন 

  কুবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩
কুবি
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ (ছবি : দৈনিক অধিকার)

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ গানের পর রাত ১২টা ১ মিনিটে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মুনীর চৌধুরীর কবর নাটকটি প্রদর্শিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের দৌহিত্রী এবং সংসদ সদস্য আরমা দত্ত।

আরও পড়ুন : নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড