• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

  নোবিপ্রবি প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২০, ১২:০১
শোক র‍্যালি
শোক র‍্যালি (ছবি : দৈনিক অধিকার)

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে মুক্তিযুদ্ধ চত্বর, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়।

শহীদ মিনারে প্রথমে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে নোবিপ্রবির বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, আবাসিক হল, বিভাগ, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী প্রতিনিধির পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।

পরে নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনারের পাশে ভাষা আন্দোলনে নিহত শহিদদের স্মরণে দেয়ালিকা উন্মোচন করেন নোবিপ্রবি উপাচার্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মো. বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ প্রমুখ।

আরও পড়ুন : পরিচ্ছন্নতার লড়াইয়ে ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস

দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড