• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বঙ্গবন্ধু ফেয়ার প্লে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্টামফোর্ড ইউনিভার্সিটি

  সাব প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১
সাব
ট্রফি হাতে দুই দলের অধিনায়ক (ছবি : দৈনিক অধিকার)

‘বঙ্গবন্ধু ইউল্যাব ফেয়ার প্লে কাপ-২০২০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে এই প্রতিযোগিতার ১৩তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকে (ইউল্যাব) হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্টামফোর্ড ইউনিভার্সিটি দল।

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে যায় স্টামফোর্ড ইউনিভার্সিটি দল। ব্যাট করতে নেমে দুই ওপেনার জাহিদুজ্জামান এবং রিকন দারুণ সূচনা করে। রিকন ব্যক্তিগত ২৮ রানে মেহেদি হাসানের বলে আউট হলেও অর্ধশতক হাঁকান জাহিদুজ্জামান।

এছাড়া রেজার ২২ বলে ৩০ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৬২ রানের টার্গেট দেয় স্টামফোর্ড ইউনিভার্সিটি দল।

জবাবে ব্যাটে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিক ইউল্যাব দল। স্টামফোর্ডের শামসুদ্দিনের বোলিং তোপে দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় ইউল্যাব। নিলয়ের ৫৩ বলের ৮৪ রানেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় ইউল্যাব দল। এতে ৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইউল্যাব দল।

আরও পড়ুন : নিরাপদ সড়কের দাবিতে চুয়েটে মানববন্ধন

ফাইনালে ৪ ওভারে ১ মেডেনসহ ৩ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন স্টামফোর্ডের বোলার শামসুদ্দিন। এবারের প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে বিজয়ী দল ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দল ৩০ হাজার টাকা পাবেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড