• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ববিতে সুহৃদ সমাবেশের নতুন কমিটি

  ববি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪০
বরিশাল বিশ্ববিদ্যালয়
উপাচার্যের সঙ্গে সুহৃদ সমাবেশের নতুন কমিটির সদস্যরা (ছবি : সংগৃহীত)

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সমকাল সুহৃদ সমাবেশ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খাজা আহমেদকে সভাপতি ও মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌফিক ওহিকে সাধারণ সম্পাদক করে ২০২০-২১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ রাহাত হোসেন ফয়সাল, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন মিত্র এবং সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি গাজী হাদিউজ্জামান, তানজিলা তানিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকি, আমিনুল ইসলাম আশিক, সাংগঠনিক সম্পাদক আবির আজম, সহসাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ সম্পাদক অনুপ মজুমদার, সহঅর্থ সম্পাদক মুরসালিন ইসলাম, দপ্তর সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম আরিফ, সাহিত্য সম্পাদক মাসুদ রানা, সহসাহিত্য সম্পাদক অর্দিতি সপ্তর্ষী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমান ফিদা, পাঠচক্র সম্পাদক সাব্বির আল বায়েজিদ, সহপাঠচক্র সম্পাদক ফাহিম মন্তাসির।

আরও পড়ুন : শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাবিপ্রবিতে মানববন্ধন

এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে সোহেল রানা, সহসাংস্কৃতিক অতিথি বিশ্বাস, ক্রীড়া সম্পাদক নাভিদ নাসিফ রাকিন, সহক্রীড়া সম্পাদক হাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, সহসমাজকল্যাণ সম্পাদক তন্নি মিশু, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিব আল হাসান, সহবিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল, নারী বিষয়ক সম্পাদক মেহেরিন তাসরিন মিম, সহনারী বিষয়ক সম্পাদক মিনুয়ারা নাজমিন মুক্তা, পরিবেশ সম্পাদক ইমরুল কায়েস, সহপরিবেশ সম্পাদক আসমাউল হুসনা এবং কার্যনির্বাহী সদস্য পদে সুজন, রাজিবুল ইসলাম এবং আয়েশা সিদ্দিকা রয়েছেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড