• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে হাবিপ্রবিতে মানববন্ধন

  হাবিপ্রবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬
হাবিপ্রবি
প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মানববন্ধন করেছে প্রগতিশীল শিক্ষক ফোরাম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন করেন

মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ বলেন, ‘বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিধি, নিয়ম তোয়াক্কা না করে শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে বিভিন্ন হয়রানিমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা রিজেন্ট বোর্ডে অসত্য তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশকে অস্থিতিশীল ও প্রতিষ্ঠানে কর্ম সন্তুষ্টির স্তর শূন্যের কোটায় নিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন (বাংলাদেশ জাতীয় সংসদের) করে পদার্থ বিজ্ঞান বিভাগের নিয়োগপ্রাপ্ত বৈধ চেয়ারম্যানের অফিস আদেশ প্রত্যাহার করে জামায়াত-বিএনপির নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে সাদা দলের সদস্য অধ্যাপক ড. কামরুজ্জামানকে চেয়ারম্যান নিয়োগ দেন। এর ফলে বিভাগে কোন্দল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে।’

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. বলরায় ২০২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে বলেন, ‘কিছু কুচক্রী ও স্বার্থান্বেষী ব্যক্তিবর্গের জন্য বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনন্দ ও গৌরবের অনুষ্ঠান ১ম বর্ষের ওরিয়েন্টেশন বন্ধ করা হয়। যা প্রশাসনিক অদক্ষতা প্রমাণ করে।’

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষকদের বেতন বন্ধ করা, মিডিয়ায় মিথ্যাচার করে সাক্ষাৎকার দেওয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করে তাদের ব্যবহার করার সমালোচনাও করেন তিনি। অনতিবিলম্বে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনলে প্রগতিশীল শিক্ষক ফোরাম সকলকে নিয়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে তিনি ঘোষণা দেন।

আরও পড়ুন : বিজিসিটিইউবিতে মাদক বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনী

মানববন্ধনে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম উদ্দিন, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক আদিবা মাহজাবীন নিতু প্রমুখ বক্তব্য রাখেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড