• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবির বিভাগ অনুমোদনের আন্দোলনে জবির সংহতি

  জবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪১
সংহতি প্রকাশ
বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে সংহতি প্রকাশ করে জবিতে মানববন্ধন (ছবি : দৈনিক অধিকার)

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ চালু রাখার দাবিতে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে মানববন্ধনের মাধ্যমে সংহতি সমাবেশ করেন তারা।

ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. রোবেল মিয়ার সঞ্চালনায় বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ মান্নান হাওলাদার, আফসানা আহমেদ, আবদুস সামাদ ও শহিদ কাদেরী চৌধুরীসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সংহতি সমাবেশে অংশগ্রহণ করেন।

শহিদ কাদেরী চৌধুরী বলেন, ‘বশেমুরবিপ্রবিতে প্রশাসন অনুমতিহীন মোট ৮টি বিভাগ চালু করেছিলেন। সেখানে বিভিন্ন সময়ে ৭টি বিভাগের অনুমোদন দেওয়া হলেও একমাত্র ইতিহাস বিভাগেরই দেওয়া হয় নি। ইউজিসির সাবেক চেয়ারম্যানও বলেছিলেন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ বাধ্যতামূলক করা হবে।’

তিনি আরও বলেন, ‘বশেমুরবিপ্রবিতে বাংলা, ইংরেজি বিভাগ চালু থাকলে ইতিহাস বিভাগ কেন নয়।’

২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমতি না নিয়ে বিভাগ চালু করা প্রশাসনের অপরাধ। এই শাস্তি দিতে হলে প্রশাসনকে দিন, ৪১৩ জন শিক্ষার্থীকে নয়।’

তিনি আরও বলেন, ‘ইতিহাস একটি বিজ্ঞান সেটা প্রমাণিত। এখন সময় এসেছে ইতিহাস বিভাগকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়ার, সুতরাং বশেমুরবিপ্রবিতে এই বিভাগের অনুমোদন না দেওয়া অযৌক্তিক।’

উল্লেখ্য, ২০১৭ সালে বশেমুরবিপ্রবির তৎকালীন উপাচার্য অধ্যাপক খন্দকার নাসিরুদ্দিন ইউজিসির অনুমতি না নিয়েই বাশেমুরপ্রবিতে ইতিহাস বিভাগ চালু করেন। যেখানের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪১৩ জন। গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দেয়। এর আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদের অনুমোদন দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ইতিহাস বিভাগটি চালু রাখার ব্যাপারে তারা অনীহা প্রকাশ করেছেন।

আরও পড়ুন : বশেমুরবিপ্রবির সমস্যা সমাধানে কমিটি, আন্দোলন চলবে

এইদিকে বিভাগটি চালু রাখার দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও তাদের সমর্থন জানিয়ে আন্দোলনে যোগদান করেন।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড