• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকসুর উদ্যোগে ‘আমাদের লালবাস’ অ্যাপস

  ঢাবি প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৩
ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস সূচি নিয়ে বিড়ম্বনা দূর করতে আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে ‘আমাদের লালবাস’ অ্যাপস চালু করতে যাচ্ছে ডাকসু। এই অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই ক্যাম্পাসের বাসগুলোর অবস্থান সম্পর্কে জানতে পারবেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক শামস ঈ নোমান।

শামস ঈ নোমান বলেন, ‘আসন সংকটের কারণে অনেক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করেন। কিন্তু দুঃখের বিষয়, জ্যাম সহ বিবিধ সমস্যার কারণে শিক্ষার্থীরা অনেক সময় এই বাস সেবাটি নিতে পারেন না এবং ভোগান্তিতে পড়েন। এই সমস্যা সমাধানে ডাকসুর পক্ষ থেকে ‘‘আমাদের লালবাস’’ অ্যাপসের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন দেখতে পারবেন।’

নোমান বলেন, ‘পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে অ্যাপসটি চালু করা হবে। তবে প্রথম মাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসের শিক্ষার্থীরা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। পরে সকল বাসের শিক্ষার্থীদের জন্য সার্ভিসটি উন্মুক্ত করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লালবাস অ্যাপসের প্রাথমিক সকল কাজ শেষ হয়েছে। এই সপ্তাহের মধ্যেই ক্ষণিকা বাসে লোকেশন ট্র্যাকিং ডিভাইস (মোট ১১টি) প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহ থেকে এই বাসের শিক্ষার্থীরা এই সেবাটি গ্রহণ করতে পারবে। তার এক মাসের মধ্যে ছোটখাটো সকল সমস্যার সমাধান করে সকল শিক্ষার্থীর জন্য সেবাটি উন্মুক্ত করে দেওয়া হবে।’

আরও পড়ুন : স্বপ্নের লাল বাস যখন ঠ্যালা গাড়ি! (ভিডিও)

তবে শিক্ষার্থীরা কবে নাগাদ এই সেবাটি নিতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আগামী ২/১ দিনের মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড