• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিভাগের নাম পরিবর্তনের দাবি রাবি শিক্ষার্থীদের

  রাবি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৩
রাবি
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে স্যার জগদীশচন্দ্র বসু ভবনে ৪র্থ তলায় বিভাগের নাম পরিবর্তনের দাবিতে এ কর্মসূচি পালন করে রাবির পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১টা ৩০ মিনিট থেকে থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এই বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবি জানায়। এর আগে, এ বিভাগের শিক্ষার্থীরা এ বছরের ১৯ জানুয়ারি থেকে পিএসসিতে বিষয়কোড অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ‘রবিবার সকালে শিক্ষার্থীরা বিভাগে গিয়ে শিক্ষকদের সঙ্গে বিষয়কোড অন্তর্ভুক্তের বিষয়ে কথা বলতে চান। শিক্ষকেরা দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা কোনো বলেননি। পরে শিক্ষার্থীরা বিভাগের সামনের করিডরে বসে অবস্থান নেন। এ সময় প্রায় ২শ শিক্ষার্থী ছিলেন।’

আরও পড়ুন : বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

এ ঘটনায় বিকাল ৪টায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর লুৎফর রহমান এসে তাদের সঙ্গে কথা বলেন। পরে তারা সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তি, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে আলোচনার বসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নেন।

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড