• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগুনে পুড়ল ঢাবির তিন গাছ

  ঢাবি প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৮
ঢাবি
আগুনে পুড়ে যাওয়া গাছ (ছবি : সংগৃহীত)

মধ্যরাতের আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরের তিনটি কড়ই গাছ পুড়ে গেছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে হঠাৎ আগুন লেগে তিনটি গাছে ছড়িয়ে পড়ে। গাছগুলোর নিচে জমানো শুকনো পাতা ও ডালপালা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

সূত্রে জানা যায়, রাত পৌনে চারটার কলাভবনের নৈশ প্রহরী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা মল চত্বরের গাছে আগুন দেখতে পান। আগুন দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাকের স্টেশন অফিসার জানান, শুক্রবার রাত আনুমানিক ৪টার দিকে ফোন পেয়ে আমরা মল চত্বরে ছুটে আসি। আমাদের দুই ইউনিটের চেষ্টায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ‘রাতে যারা ক্যাম্পাস এলাকাগুলোতে ঝাড়ু দেন, তাদের কেউ হয়তো শুকনো ডাল ও পাতাগুলোতে আগুন দিয়েছিলেন। সেই আগুন গাছে ছড়িয়ে পড়তে পারে বলে আমাদের ধারণা।’

তবে কলাভবনের নৈশ প্রহরীরা আগুন লাগার কারণ সঠিক নয় বলে দাবি করেন। তারা জানান, আগুন লাগার সময়ের অনেক পরে ঝাড়ুদাররা ঝাড়ু দিতে আসেন।

আরও পড়ুন : চুয়েট উপাচার্যের আবাসিক হল পরিদর্শন

কে বা কারা গাছে আগুন লাগিয়েছে সে ব্যাপারে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীও নিশ্চিত নন। তিনি সবাইকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশের প্রতি যত্নশীল থাকার আহ্বান জানান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড